রোটারি ক্লাব অব বগুড়ার মতবিনিময় সভা
- বগুড়া অফিস
- ০১ জুলাই ২০২৪, ০১:০৯
বগুড়া শহরের দত্তবাড়ির জামিল শপিং সেন্টারের ষষ্ঠতলায় মামদুদুর রহমান হল রোটারি ভেনুতে রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৪-২৫ রোটাবর্ষের নবনির্বাচিত কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন রোটারি ক্লাব অব বগুড়ার ২০২৪-২৫ রোটাবর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট মামদুদুর রহমান শিপন, মো: মোস্তাফিজার রহমান, ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম, সেক্রেটারি শাহ্ মো: মাহমুদুর রহমান জনি, রেজাউল হক, সাজেদুল বারী লিখন, এম এম রুবেল তালুকদার প্রমুখ।
গতকাল রবিবার জামিল শপিং সেন্টারের মামদুদুর রহমান হল রোটারি ভেন্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা