১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ভরাট করা হচ্ছে আরেক ফসলিজমি

মুন্সীগঞ্জে এক কৃষিজমিতে চলছে ৪ ড্রেজার

ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে কৃষি জমি বিশাল এক পুকুরে পরিণত হয়েছে : নয়া দিগন্ত -

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের দামালিয়া গ্রামে এক কৃষিজমিতে চলছে চারটি ড্রেজার মেশিন। এগুলোর মধ্যে মধ্যপাড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন বেপারির ২টি, সোরহান নামের স্থানীয় ব্যক্তির একটি এবং অপর ড্রেজার মেশিনটি অজ্ঞাত এক ব্যক্তির।
সরজমিনে দেখা যায়, একটি কৃষি জমিতে পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন চলছে এবং আরো একটি চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ড্রেজারগুলো দিয়ে সিরাজদিখান ও পাশের লৌহজং উপজেলার বিভিন্ন ফসলি জমি ভরাট করা হচ্ছে। ড্রেজার চলা জমির পার্শ্ববর্তী বাসিন্দা মনির হোসেন বলেন, ওই জমিটি স্থানীয় সাত্তার ঢালীর ছিল। তিনি বিক্রি করে দেয়ার পর যারা কিনেছেন তারাই জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
রফিকুল নামে ড্রেজারের এক শ্রমিক জানান, বর্তমানে যে তিনটা ড্রেজার চলছে এর একটি হলো সোরহানের। বাকি দু’টি জাকির মেম্বারের। যেখানে ড্রেজার চলছে, আগে সেটি কৃষিজমি ছিল। মাটি কাটতে কাটতে এখন এটি পুকুরে পরিণত হয়েছে।
এ ব্যাপারে ড্রেজার মালিক সোরহান বলেন, ড্রেজারটি তার। অল্প কিছু দিন ধরে তিনি ড্রেজার বসিয়ে একটি সরকারি রাস্তা ভরাটের কাজ করছেন। পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বেপারি বাকি দু’টি ড্রেজারের মালিক বলে স্বীকার করেন।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা বলেন, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


আরো সংবাদ



premium cement