১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবৃত্তিতে দেশসেরা মানিকগঞ্জের দেবজ্যোতি

-

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বাংলা কবিতা আবৃত্তিতে জাতীয়পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন মানিকগঞ্জের দেবজ্যোতি রায় বিশাল।
দেবজ্যোতি সরকারি বাঙলা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধুলন্ডি গ্রামে। তার বাবা পেশায় সাংবাদিক এবং মা গঙ্গা রানী সরকার গৃহিণী।
বাঙলা কলেজ প্রশাসন দফতর সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের সম্প্রতি পুরস্কার প্রদান করা হয়। বাংলা কবিতা আবৃত্তিতে দেশসেরার পুরস্কার পান দেবজ্যোতি।
প্রতিযোগিতায় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা দ্বিতীয় এবং চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শুভ্রা চক্রবর্তী তৃতীয় স্থান অর্জন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) অধ্যাপক নেহাল আহমেদ।


আরো সংবাদ



premium cement