শৈলকুপায় কুমার নদের উপর নির্মিত স্ট্রিলের ব্রিজটি চলাচলের অনুপযোগী
- মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের উপর নির্মিত স্ট্রিলের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন। ভেঙে গেছে ব্রিজের নিচের লোহার পাত। পাশের নাটও খুলে গেছে। পুরো ব্রিজের বেশির ভাগ স্থানে দেবে গেছে পাটাতন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
জানা যায়, ১৯৯৫ সালে গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের উপর ১১২ মিটার এ ব্রিজটি নির্মাণ করা হয়। সে সময় সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে ব্রিজটি এলজিইডির আওতাধীন। নদী পারাপারের একমাত্র ব্রিজটি গত কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে মেরামত করলেও কিছুদিন পর আবারো ফিরছে একই অবস্থায়।
বারুইপাড়া গ্রামের নাদির উদ্দিন বলেন, ব্রিজের মাঝে গর্ত হওয়ার কারণে সাইকেল আটকে গিয়ে কারো কারো জখম হওয়ার ঘটনা ঘটেছে। ওই সড়ক পথে চলাচলাকারী এক করিমন চালক বলেন, এই ব্রিজটি আমরা ভয়ে ভয়ে পার হই। ভেঙে যাওয়া অংশে গাড়ি নিয়ে খুবই সাবধানে পার হতে হয়। যেকোনো সময় পাটাতনের পাত ভেঙে নদীতে পড়ে যাওয়ার আশঙ্কায় থাকি।
এ ব্যাপারে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু এখানে নতুন কোনো ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা নেই। তবে চলাচলের উপযোগী করার জন্য ব্রিজের পাঠাতনগুলো মেরামত করে দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা