নলছিটির উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
- ঝালকাঠি প্রতিনিধি
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক পোল বাণিজ্য, বৈদ্যুতিক মিটার বাণিজ্য, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎবাণিজ্য ও গ্রাহকদের সাথে অসদাচরণের প্রতিবাদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) নলছিটি শাখার উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফেরিঘাট আবাসিক প্রকৌশলীর দফতরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা প্রকৌশলী কিশোর ঢাকইদারকে দ্রুত কর্মস্থল থেকে অপসারণ ও তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বালী তাইফুর রহমান তূর্য, মেহেদী হাসান, রাকিব হোসেন, রমজান জুয়েল, হোসনেয়ারা বেগম, শাহজাহান আলী প্রমুখ।
এ ব্যাপারে কথা বলতে প্রকৌশলী কিশোর ঢাকইদারকে মোবাইল ফোন দেয়া হয়। কিন্তু তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা