১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় তালের চারা রোপণ করছেন বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই ভাই

চৌগাছায় তালের চারা রোপণ করছেন বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই ভাই -

যশোরের চৌগাছায় নিজেদের উদ্যোগে বিভিন্ন সরকারি সড়কের দুই পাশে তালের চারা রোপণ করছেন বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই ভাই আলামিন হোসেন ও জহির রায়হান। তারা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ে ক্লাশ বন্ধ। তাই বাড়িতে এসে নিজেদের উদ্যোগে তারা সংগ্রহ করেন প্রায় এক হাজার তালের চারা। গত বুধবার দুই ভাই উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তার দুই পাশে, পতিত জমিতে এবং জমির আইলে রোপণ করতে শুরু করেন তালের চারাগুলো। এ খবর পেয়ে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান এসে তাদের সাথে যোগ দেন। পরে সবাই মিলে প্রায় এক হাজার তালের চারা রোপণ করেন তারা।

আলামিন ও জহির রায়হানের বাবা ইদ্রিস আলী জানান, ছেলেরা বিশ্ববিদ্যাল থেকে বাড়িতে এসে গ্রামের বিভিন্ন বাড়ি পাড়া-মহল্লাহ থেকে তালের চারা সংগ্রহ করে। তারপর তারা সেগুলো সড়কের দুই ধারে লাগাতে শুরু করে। তারা বলে, যেসব এলাকায় তালগাছ আছে সেসব এলাকায় বজ্রপাতে মানুষের মৃত্যু হার অনেক কম। পরে আমিও তাদের সাথে এ কাজে যোগ দিই। সারিবদ্ধভাবে সড়কের দুইপাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে।
তালের চারা রোপণের উদ্যোক্তা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন বলেন, বর্তমানে দেশে তালগাছ কম থাকায় বজ্রপাতে মানুষের মৃত্যুহার বেড়ে গেছে। তাই আমরা দুই ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বজ্রপাত নিরোধবৃক্ষ তালগাছ রোপণের উদ্যোগ নিই। গ্রামের সড়ক ও পতিত জমিতে প্রায় এক হাজার তাল গাছ রোপণ করা হয়েছে। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান বলেন, আলামিন ও জহির রায়হানের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের এ কল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 


আরো সংবাদ



premium cement