১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

-

ঢাকার ধামরাই উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের খরিপ-২ রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গত বুধবার ধামরাই উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মধ্যে এই সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা নান্নু মিয়াসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ। এ অর্থবছরে ধামরাই উপজেলার মোট ৮৫০ জন কৃষকের মধ্যে প্রণোদনার আওতায় খরিপ-২ রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি একজন কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।


আরো সংবাদ



premium cement