দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী অপহরণ
- নোয়াখালী অফিস
- ২৯ জুন ২০২৪, ০০:০০
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এতে পরিবারে চলছে চরম উৎকণ্ঠা। অপহৃতের বড় ভাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের বরকন্দাজ বাড়ির বাসিন্দা ইসমাইল হোসেন গত বৃহস্পতিবার দুপুরে জানান, তার ছোট ভাই আ: করিম মামুন দক্ষিণ আফ্রিকার ইস্টেন ক্যাফ মল্টিন শহরে ব্যবসা করেন। সেখানে তিনি বিয়েও করেন এবং তার দু’টি সন্তান রয়েছে।
গত বুধবার সন্ধ্যায় মামুন তার স্ত্রী সন্তান নিয়ে দোকান থেকে বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী তার স্ত্রীকে মারধর করে এবং স্ত্রী ও দুই সন্তানকে রেখে মামুনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি সেখানে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। অপহরণের সময় পুলিশ অপহরণকারীদেরকে ধাওয়া করে। কিন্তু তারা জঙ্গলের দিকে মামুনকে নিয়ে পালিয়ে যায়। এর পর থেকে মামুনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ দিকে বাংলাদেশে মামুনের স্ত্রী ও চার সন্তান রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আফ্রিকা থেকে ঢাকা বিমানবন্দরে এবং সেখান থেকে হেলিকপ্টারযোগে বাড়ি আসেন। তখন তাকে দেখার জন্য আমিশাপাড়া এলাকায় শত শত মানুষ ভিড় জমে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা