যশোরে স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা
- যশোর অফিস ও মনিরামপুর সংবাদদাতা
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
যশোরের মনিরামপুরের নেহালপুর ঝাউতলা গ্রামে স্ত্রী পারভীন খাতুনকে (২৮) গলাকেটে হত্যা চেষ্টার পর আত্মহত্যা করেছেন এক স্বামী। আত্মহত্যাকারী স্বামীর নাম উজির আলী (৫৫)। তিনি উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে ৯ মাস আগে তাদের বিয়ে হয়। উজির আলীর আরো কয়েকজন স্ত্রী থাকায় তারা পাশের প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়ি ভাড়া নেন। সেই ভাড়া বাড়িতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী পারভীনকে গলাকেটে হত্যার চেষ্টা চালান উজির আলী। পারভীনের চিৎকারে ওই বাড়ির লোকজন বেরিয়ে এসে পারভীনকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা পারভীনকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তাকে সেখান থেকে ওই রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর রাতেই স্বামী উজির আলী বাড়ির পাশের একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হান্নান ও এএসআই শরিফুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা