মুক্তাগাছা পৌরসভার ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা
- মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৭ জুন ২০২৪, ০০:৩০
ময়মনসিংহ জেলার অন্যতম প্রাচীন মুক্তাগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার আনুষ্ঠিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮৩ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছেরের সংশোধিত বাজেট ২৩ কোটি ৪৬ লাখ ১ হাজার ৪৬৯ দশমিক ৪৬ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে। জলাবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ধরা হয়েছে ৭ কোটি টাকা। পৌরসভার সাধারণ তহবিল থেকে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ১ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত রাখা হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৯৮৯ টাকা।
পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ, প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু, কাউন্সিলর মির্জা আবুল কালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, টিএলসিসি সদস্য হুমায়ুন কবির হুমি প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা