১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৈয়দপুরে ১১০ টন নিষিদ্ধ কার্বফুরান কীটনাশক জব্দ মালিক গ্রেফতার

-

কৃষির জন্য ক্ষতিকর হওয়ায় চলতি বছর নিষিদ্ধ ঘোষিত এসিআই কোম্পানির ১১০ টন কার্বফুরান কীটনাশক গোপনে বিক্রি ও পাচারের সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কিটনাশকের মালিক মেসার্স মনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে র‌্যাব-১৩, সিপিসি-২, যৌথ অভিযানে এসব আটক করে প্রশাসন। প্রায় দুই কোটি টাকার এই অবৈধ পণ্য মজুদ করে গোপনে বাজারজাত করছিল মনোয়ার ট্রেডার্স নামে এসিআই কোম্পানির ডিলার।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান চন্দ্র জানান, কার্বফুরান কীটনাশকটি জমি ও উপকারী কীটপতঙ্গের জন্য ক্ষতিকর। তাই গত বছরের প্রথম দিকে এটা নিষিদ্ধ করে সরকার।
এ অভিযানে অংশ নেন নীলফামারীর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান, এএসপি আবদুর রাজ্জাক খান, এনএসআইর নীলফামারীর উপ পরিচালক মশিউর রহমান, বিএডিসি নীলফামারীর উপপরিচালক শাহানা বেগম, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও সৈয়দপুর থানা পুলিশ।
জব্দ মালের মালিক নোয়ার হোসেন বলেন, আমি কোম্পানির কাছ থেকে এই কীটনাশক যথানিয়মে নিয়েছি। জানতাম যে এটি শুধু রফতানি করা যাবে না। তাছাড়া বিক্রি করায় কোনো বাধা নেই।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মনোয়ার হোসেনকে গ্রেফতার করে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement