১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংড়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

-

সিংড়ায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ ড্রপ তারে জড়িয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার ছোট চৌগ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আক্কাছ আলী ফকির (৬৫) ও তার পুত্রবধূ লাকী বেগম (৩৫)। তারা ছোট চৌগ্রামের চা বিক্রেতা মোয়াজ্জেম হোসেনের বাবা ও সহধর্মিণী ছিলেন।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, বুধবার সকালে নিহত লাকী বেগম বাড়ির পার্শ্ববর্তী হামিদুল ইসলামের পুকুর পাড়ে গরুর গোবর শুকাতে গিয়ে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ ড্রপ তারে জড়িয়ে পড়েন।
বিষয়টি দেখতে পেয়ে তার শ্বশুর আক্কাছ আলী বাঁচাতে গিয়ে দু’জনই তারে জড়িয়ে মারা যান। খরব পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে পুলিশ। নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 


আরো সংবাদ



premium cement