১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুক্ত আকাশে উড়ল খাঁচায় বদ্ধ ময়না-টিয়া

-

নাটোরের সিংড়ায় বদ্ধ খাঁচা থেকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়েছে ছয়টি ময়না ও টিয়া পাখি। গত সোমবার বিকেল ৫টায় চলনবিল গেট এলাকার আদর্শ ফলদ ও বনজ বাগানে পাখিগুলো অবমুক্ত করেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ প্রমুখ।
এর আগে বেলা ৩টায় বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন উপজেলার সুকাশ ইউনিয়নের কয়েকটি এলাকায় পরিবেশবাদী সংগঠনের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন ও বন্যায় সাপ আতঙ্ক নিয়ে মতবিনিময় সভা করেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সম্প্রতি ময়না ও টিয়া পাখির ছানাগুলো ক্রেতা সেজে উপজেলা বামিহাল ও কলম এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে রাজশাহী বন বিভাগের তত্ত্বাবধানে পাখিগুলোকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ সভায় চলনবিলে সাপ আতঙ্ক নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নেয়া হয়।


আরো সংবাদ



premium cement