নাজিরপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে সেতুর মালামাল বিক্রির অভিযোগ
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ২৬ জুন ২০২৪, ০১:৩৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে স্থানীয় দু’টি সেতুর লোহার মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার দীর্ঘা ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রাজিব শিকদার ওই ওয়ার্ডের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী রাস্তার চালিতাবড়ি খালের ওপর সলেমান শিকদারের বাড়িসংলগ্ন রাস্তায় থাকা লোহার সেতুর মালামাল এবং একই রাস্তার ভূমি অফিসের পিছনের রাস্তার ওপর থাকা লোহার মালামাল খুলে নিয়ে বিক্রি করেছেন। বিষয়টি তারা বাধা দিলেও চেয়ারম্যানকে জানিয়ে নিয়েছেন বলে জানায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত ইউপি সদস্য রাজীব শিকদার এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা