১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরগুনায় বর-কনের বাড়ি শোকে স্তব্ধ, তদন্ত কমিটি গঠন

চাওড়া নদী থেকে উদ্ধার হওয়া মাইক্রোবাস : নয়া দিগন্ত -

- নির্মাণের ৫ বছরের মাথায় সেতুটির ভিম ভেঙে যায়

বরগুনার আমতলী উপজেলায় বরের বাড়িতে বৌভাতে যাওয়ার পথে সেতু ভেঙে মাইক্রো বাস খালে পড়ে কনের পরিবারের ৯ জন নিহতের ঘটনায় বর-কনের বাড়ি শোকে স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনার পর উৎসবের বিপরীতে এখন বইছে শোকের মাতম। মেঝেতে পড়ে আছে মাছ, গোশত ও ভাত। ঘটনা তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়েছে।
আমতলী পৌরশহরের বাসিন্দা বর জিএম সাইফুর রহমান সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায়, বৌভাতের আয়োজনের জন্য সাজানো ঘরটি একেবারে নীরব হয়ে আছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘরে থাকা অধিকাংশ স্বজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। ঘরে যারা ছিলেন তাদের যেন কথা বলার ভাষা নেই। বাড়িজুড়ে বইছে শোকের মাতাম। সাইফুর রহমান সোহাগের মামা ফেরদৌস গাজী বলেন, আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে আসতে গিয়ে দুর্ঘটনায় কনের স্বজনরা মারা গেছেন। এতে আমাদের খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে। এখন কী বলব, বলার ভাষা হারিয়ে ফেলেছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী অধিদফতর ২০০৫-০৬ অর্ধবছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত চাওড়া নদীর উপর হলদিয়া হাট এলাকায় আয়রন সেতু নির্মাণের দরপত্র আহবান করে। ওই সেতুর নির্মাণকাজ পান তৎকালীন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা দায়সারাভাবে সেতুটি নির্মাণ করেছেন। নির্মাণের পাঁচ বছরের মাথায় সেতুর মধ্যের ভিম ভেঙে যায়।
এ দিকে সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে এ কমিটি গঠন করেন। শনিবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। অন্য দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আরেকটি তিন সদস্য কমিটি গঠন করেছে। পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এ দিকে চাওড়া নদীতে তলিয়ে যাওয়া মাইক্রো বাস উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চেইন কপ্পা দিয়ে এ মাইক্রো বাসটি উদ্ধার করেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, চেইন কপ্পা দিয়ে মাইক্রো বাসটি উদ্ধার করা হয়েছে। ওই মাইক্রো বাসের মধ্যে আর কোনো লাশ পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement