টঙ্গীবাড়ী আ’লীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের পাল্টা কমিটি অনুমোদনকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ সড়ক অবরোধ হয়েছে।
গত শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে উভয় কমিটির একই সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, আমি গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি। আমরা নির্বাচিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে দাখিল করি। কিন্তু আমাকে না জানিয়ে বাসার কাজের লোক, বিএনপির লোকসহ নিজেদের অনুসারি দিয়ে বিতর্কিত কমিটি করা হয়েছে।
সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্প, কামারখাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু হালদার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা