১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেরপুরে পুকুর থেকে স্বর্ণের মূর্তি উদ্ধার

-

বগুড়ার শেরপুরে পুুকুর থেকে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে চারশ’ গ্রাম ওজনের একটি সোনার মূর্তি। যার বর্তমান মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গত শুক্রবার মূর্তিটি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এলাকাবাসী জানায়, গত ১৮ জুন বুধবার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের জেলে সুধন, শ্রীমন মাছ ধরতে যান আম্বইল গ্রামের মাছচাষি ফকর উদ্দিন আহম্মেদ লিটনের পুকুরে। জেলেরা ওই পুকুরে মাছ ধরার সময় জালে ওঠে আসে মূর্তিটি। তারা মূর্তিটি গোপনে শ্রীমনের কাছে গচ্ছিত রাখেন যাতে পরে বাড়িতে গিয়ে সবাই মিলে ভাগ করে নিতে পারেন। পর দিন মূর্তিটি সুধন, অরজুন, অমল, সুদেব শ্রীমনের বাড়িতে গিয়ে মূর্তিটি চাইলে শ্রীমন জানান, সেটি হারিয়ে গেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মুর্তিটি পরীক্ষা করার জন্য বগুড়া প্রতœতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement