বরিশাল বিভাগে চতুর্থ ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
- ২২ জুন ২০২৪, ০৩:০০
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে বিভাগীয় কমিশনার মো: শওকত আলী তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ। বরিশালের বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাব, বানারীপাড়ায় গোলাম ফারুক, উজিরপুরে হাফিজুর রহমান, পটুয়াখালীর কলাপাড়ায় আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালীর সাইদুজ্জামান মামুন, ভোলার চরফ্যাশনে জয়নাল আবেদীন, মনপুরায় জাকির হোসেন, বরগুনার আমতলীতে গোলাম ছরোয়ার ফোরকান ও তালতলীতে মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে শপথ নেন। বরিশাল ব্যুরো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা