তজুমদ্দিনে বন্য হরিণের সাথে অন্যরকম সখ্যতা
- হেলাল উদ্দিন লিটন তজুুমদ্দিন (ভোলা)
- ২১ জুন ২০২৪, ০১:৩৬
কোনো কোনো বন্যপ্রাণী পোষা হয়ে মানুষের সাথে সখ্যতার দৃষ্টান্ত থাকলেও বনের হরিণ পোষা হয়ে মানুষের সাথে সখ্যতা হয়েছে এমন দৃষ্টান্ত বিরল। হরিণের সাথে বনকর্মীর সখ্যতা রীতিমতো অবাককাণ্ড। হরিণটি দিনরাত মানুষের সাথেই থাকে, হাটে-বাজারে যায়, ঘাস খাবার পাশাপাশি মানুষের খাবারও খায়। বনকর্মীরা হরিণটির নাম দিয়েছেন শশী। শশী নামে ডাকলে সাড়া দেয় হরিণটি। এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে ভোলার দৌলতখাঁন রেঞ্জের অধীন ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বনবিটে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া বনকর্মী নুরুল্যাহর সাথে।
আলাপকালে জানা যায়, প্রায় চার মাস আগে চরমোজাম্মেলে বন থেকে দলছুট হয়ে লোকালয়ে এসে একটি বাচ্চা প্রসব করে শিকারিদের ভয়ে মা হরিণটি বনে চলে যায়। পরে স্থানীয়রা বন বিভাগের লোকজনকে সংবাদ দিলে বনকর্মীদের একটি টিম শশীগঞ্জ বিটের বিটকর্মকর্তা কাজী রোমেল হোসেন নেতৃত্বে চরে গিয়ে হরিণের বাচ্চাটি উদ্ধার করে শশীগঞ্জ বনবিটের আওতায় এনে লালন-পালন শুরু করেন নুরুল্যাহ সিকদার নামে এক বনকর্মী। প্রথমদিকে নুরুল্যাহ হরিণশাবকটিকে দৈনিক দেড় লিটার গরুর দুধ খাওয়াতেন এবং রাতের বেলায় তার সাথে একই খাটে রাখতেন। এভাবে বাবা-মায়ের পরম মমতায় লালন-পালন হওয়া হরিণশাবকটি একপর্যায়ে নুরুল্যার সাথে মানুষের খাবার ভাত, কলা-রুটি, বিস্কুটসহ যাবতীয় খাবার খাওয়া শুরু করায় দুধ খাওয়ানো বন্ধ করে ভাতের মাড় (ফেন) খাওয়ানো শুরু করেন। নুরুল্যাহর সাথে হরিণশাবকটির এমন সখ্যতা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন স্থানীয় লোকজন তাদের এমন বিরল সখ্যতা দেখতে ভিড় জমাচ্ছেন শশীগঞ্জ বনবিট অফিসে।
আলাপকালে স্থানীয় দলিল লেখক খোকন দাস বলেন, বনকর্মী নুরুল্যাহর সাথে একদিনের উদ্ধার হওয়া হরিণের বাচ্চাটি গত সাড়ে চারমাসে যে সখ্যতা গড়ে উঠছে এটি সত্যিই এক বিরল ঘটনা। প্রতিদিনই হরিণ ও মানুষের এমন সখ্যতা দেখতে একাবাসী ফরেস্ট অফিসের ভিড় জমাচ্ছেন। হরিণের সাথে মানুষের এমন সখ্যতা সমাজে একটি বিরল দৃষ্টান্ত।
বনকর্মী নুরুল্যাহ সিকদার বলেন, একদিনের উদ্ধার হওয়া বাচ্চাটিকে বাবা-মায়ের পরম মমতায় লালন পালন করায় হরিণটি এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না। হরিণের বাচ্চাটি সারাক্ষণ আমার সাথে থাকায় মানুষের খাবার ভাত, মাছ, তাজা তরিতরকারিসহ সব কিছুই খায়। নুরুল্যাহ আরো বলেন, সরকারি নিয়মানুযায়ী হরিণশাবকটি বনে, চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে অবমুক্ত করতে হবে। তখন হয়তো সময়িক কষ্ট হবে। তারপরও সরকারি আইন মানতেই হবে।
জানতে চাইলে দৌলতখান রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হরিণের বাচ্চাটি দীর্ঘদিন আমাদের কর্মীরা লালন-পালন করায় মানুষের সাথে মিশে গেছে। তাই এটি বনে অবমুক্ত করলে শিকারির কবলে পড়ার ঝুঁকি রয়েছে। সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী হরিণটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা