দাগনভূঞায় ভূমি অফিসে চুরি
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ০১:৩৩
ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে অজ্ঞাত চোর অফিসের তালা ভেঙে ভেতরের স্টোর রুমে প্রবেশ করে একটি ল্যাপটপ ও আইপিএস চুরি করে নিয়ে যায়।
সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যরা এসে ঘটনাস্থল থেকে একটি লোহার রড, একজোড়া জুতা ও একটি মশার কয়েলসহ তিনটি আলামত সংগ্রহ করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম নয়া দিগন্তকে জানান, বিষয়টি ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা