১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেসিসিতে ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ

-

খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি ঈদের রাত ১০টার মধ্যেই খুলনা মহানগরীর সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ করেছে। ঈদের দিন বেলা ২টা থেকে প্রায় ৮৫০ জন শ্রমিক-কর্মচারী একযোগে মাঠে নামে। ৮ ঘণ্টার মধ্যেই নগরীর সড়ক ও সেকেন্ডারি স্টেশনগুলো বর্জ্যমুক্ত হয়ে যায়।
এ দিকে এবারো নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগে সাড়া মেলেনি। এ বছর যেখানে-সেখানে পশু জবাই না করে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির উদ্যোগ নেয়া হয়। কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তেমন কোনো তৎপরতা ছিল না।
ঈদের দিন সকালে ও দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বাসা-বাড়ির সামনে ও রাস্তার ওপর পশু কোরবানি করতে দেখা গেছে। অনেকে বাড়ির ভেতরেও পশু কোরবানি করেছেন। নগরীর সার্কিট হাউজ মাঠের সামনের সড়ক, বড় মির্জাপুর সড়ক, খানজাহান আলী সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের ওপরেই মানুষ পশু কোরবানি করেছেন। তবে এবার পশুর বর্জ্য ড্রেনে ফেলতে দেখা যায়নি।
ঈদের দিন বেলা ২টা থেকেই নগরীতে কঞ্জারভেন্সি বিভাগের তৎপরতা শুরু হয়। প্রথম দিকে বর্জ্য অপসারণে ছিল ধীরগতি। বিকেল থেকে দ্রুত কাজ শুরু করেন শ্রমিকরা। রাত ১০টা পর্যন্ত কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের বর্জ্য অপসারণ করতে দেখা গেছে।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঈদের দিন বেলা ২টা থেকে শ্রমিকরা কাজ শুরু করে। তাদের কার্যক্রম তদারকির জন্য রাত ১০টা পর্যন্ত কর্মকর্তারাও মাঠে ছিলেন। বর্জ্য অপসারণে নগরীর ৩১টি ওয়ার্ডে ৮৫০ জন শ্রমিক-কর্মচারী, বিভিন্ন সাইজের ৭৬টি ট্রাক, গার্বেজ লোডার, পে-লোডার ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বর্জ্য অপসারণের পর নগরীর ওয়ার্ডগুলোতে চার হাজার কেজি ব্লিচিং পাউডার এবং ৪০০ লিটার স্যাভলন ছিটানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩

সকল