পীরগাছায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কোরবানির গোশত বিতরণ
- পীরগাছা (রংপুর) সংবাদদাতা
- ২০ জুন ২০২৪, ০০:০৭
রংপুরের পীরগাছা উপজেলার তিনটি ইউনিয়ন এবং বদরগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের এক হাজার ৬৪২টি পরিবারের মধ্যে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ১৯টি কোরবানির গরুর গোশত ঈদের দিন দুপুরে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এ সময় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার মার্কেটিং কর্মকর্তা খোকন খানসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিস পবিত্র কোরবানির ঈদ ২০২৪ উপলক্ষে দেশের পাঁচ জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করে। রংপুরের পীরগাছা, বদরগঞ্জ ছাড়াও লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের চর রাজিবপুর, সাতক্ষীরার শ্যামনগর খুলনার কয়রা উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা