১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জরাজীর্ণ ভবনে কর্মচারীদের মানবেতর জীবন

ইতঃপূর্বে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে
-

নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন বিভাগের কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত ডরমেটরি ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এ ভবনে বসবাসরত কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভবনটিতে বসবাসরত কর্মচারীরা নিতান্তই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এর বাইরের দেওয়ালের বিভিন্ন অংশও ভেঙে পড়েছে।
ভবনটি সরেজমিনে দেখা যায়, বাইরের দেওয়ালের বিভিন্নস্থানে ফাটল ধরার পাশাপাশি ভবনটির ভিতরের বরান্দা, সিঁড়ি এবং বিভিন্ন কক্ষের পলেস্তারা খসে পড়েছে। বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী এবং নোংরা অবস্থায় পড়ে আছে। এখানে বসবাসরত কর্মচারীদের অমানবিক এবং চরম দূর্ভোগের মধ্যে দিয়ে বসবাস করতে হচ্ছে। আর কোনো আবাসিক ভবন না থাকায় উপজেলায় কর্মরত ১৫-২০ জন কর্মচারীকে জীবনের ঝুঁকি নিয়ে একরকম বাধ্য হয়েই ভবনটিতে বসবাস করতে হচ্ছে।
ভবনে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, ভবনটির বরান্দারসহ বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। কখন যে মাথার ওপর এসে পড়ে সে চিন্তায় ঘুম আসে না। বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী। বড় দুর্ভোগের মধ্যে দিয়েই ভবনটিতে বসবাস করতে হচ্ছে।
উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অফিস সহকারী এমদাদুল হক বলেন, কর্মচারীরা স্বল্প বেতনে দূরদূরান্ত থেকে এসে এখানে চাকরি করেন। ডরমেটরি ভবনটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদেরকে বাধ্য হয়েই বসবাস করতে হচ্ছে। আমার জানামতে, উপজেলা প্রশাসন থেকে ইতঃপূর্বে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর যদি ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করা হয়, তাহলে অতি দ্রুত এটিকে পরিত্যক্ত ঘোষণা করতে হব। সেই সাথে নতুন ভবন নির্মাণে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাবি জানাচ্ছি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, কর্মচারীরা ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন। তাদের নতুন ভবন নির্মাণের জন্য খুব শিগগির সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement