১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনাগত সন্তানের মুখ দেখা হলো না রাসেলের

-

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাসেল (২১) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে মিরসরাই পৌর সদরের হাজী সোলেমান মার্কেটের জমজম সুইটসের শো রুমে এ ঘটনা ঘটে। মৃত রাসেলের স্ত্রী পলি আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখা হলো না রাসেলের।
রাসেল মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকার বেলাল ড্রাইভার বাড়ির বেলাল মিয়ার পুত্র। রাসেলের চাচা মীর হোসেন জানান, আট মাস আগে রাসেল উপজেলার হাদি ফকিরহাট এলাকার পলি আক্তারের সাথে বিয়ে হয়।
হাজী সোলেমান মার্কেটের সমকাল হেলথ কেয়ারের পরিচালক শেখ ফরিদ জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে দোকানে আসেন রাসেল। দোকানের মালামাল সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিদ্যুৎস্পৃষ্ট রাসেলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement