১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন

-

বগুড়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার জেলা প্রশাসক অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, বগুড়ায় দুস্থদের জন্য প্রথম ফ্রি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করলো কোয়ান্টাম ফাউন্ডেশন। আশা করি এই সেবা চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীরা।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার পরিচালক আব্দুল মমিন মুকুল জানান, বগুড়া শহরের মধ্যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া ও সঙ্গে ওয়েটিং চার্জ প্রতি ঘণ্টায় ৩০০ টাকা দিতে হবে। বগুড়া শহরের বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০ টাকা চার্জ দিতে হবে। তবে দুস্থ পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। হটলাইন ০১৮০০০৯০০১০ নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement