দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ গ্রেফতার ৩
- সাতক্ষীরা প্রতিনিধি
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২৪) গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ভোর রাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম, একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ ও গোলাম হোসেন সবুজের ছেলে নীরব হোসেন। ভিকটিমের মামা জানান, অভিযুক্তরা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নীকে চিনতো। তারা যোগসাজশে গত রোববার রাতে তার ভাগ্নীকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ভিকটিমের জবানবন্দী মোতাবেক তার মা বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা করেন।
দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বলেন, অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা