১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজারহাট খাদ্যগুদাম থেকে নিম্নমানের চালে ঈদ উপহার

গুদাম থেকে উপহার দেয়া নিম্মমানের চাল : নয়া দিগন্ত -

রাজারহাটের বিদ্যানন্দ ও চাকিরপশার ইউনিয়নে নিম্নমান এবং খাবার অনুপযোগী ভিজিএফের চাল বিতরণের অভিযোগ উঠেছে। গত সোমবার ঈদ উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৩ হাজার ৬১ জন দুস্থ ও অসহায় পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। গত মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৪ হাজার ৪৮ জন তালিকাভুক্ত সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ শুরু হলে পচা ও নিম্নমানের চাল পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। কেউ কেউ তাৎক্ষণিক এর প্রতিবাদ জানালেও চাল বিতরণের কাজে নিয়োজিতরা তাদের কথা ভ্রুক্ষেপ করছেন না বলে অভিযোগ সুবিধাভোগীদের।
বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজার আমেনা বেওয়া বলেন, ৫ জন মিলে এক বস্তা করে চাল দেয়া হয়। পরিষদ থেকে নিয়ে এসে ৫ জন ভাগ করে নেয়ার সময় দেখি লালচে রঙের পচা চাল যা খাওয়ার অনুপযোগী। পরে বিতরণকারীদেরকে বললে তারা বলেন, বস্তার ভিতর কী আছে আমরা তো দেখি নাই।
গত মঙ্গলবার চাকিরপশার তালুক দাসপাড়া গ্রামের মহেন্দ্র নাথের বাড়িতে গেলে তার স্ত্রী ময়না রানী চালগুলো দেখিয়ে বলেন, ‘কেমন করি এগল্যা চাউল খামো, ভাত পাক করলে ট্যাঙ্গা নাগবে। এ সময় ওই গ্রামের কুমোদিনী, মাধবী রানীসহ কয়েকজন এ চাল দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘড়িয়ালডাঙ্গা পরিষদে প্রথমে বিতরণের চালের মান ভালো থাকলেও কয়েক বস্তা পর পচা চাল পাওয়া যায়। এই ইউনিয়নের ট্যাগ অফিসারের প্রতিনিধি শহীদুল ইসলাম বলেন, আমি খাবার অনুপযোগী ও পচা চালের বস্তাগুলো বিতরণ না করে আলাদা করে রাখতে বলেছি।
চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, খাদ্যগুদাম থেকে সব চালের বস্তা দেখে নেয়া সম্ভব হয় না, তাই মিশালের মধ্যে খারাপ চাল আসছে। তবে বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, ভালো-মন্দ দুই প্রকার চালই আছে, কিন্তু এখানে আমার কিছু করার নেই।
অভিযোগ অস্বীকার করে রাজারহাট খাদ্যগুদাম কর্মকর্তা শরিফ আহমেদ বলেন, এ চালগুলো আমার এখান থেকে যায়নি, আমার পিছনে কিছু লোক লেগে আছে তারাই করাচ্ছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement