নড়াইল জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা
- নড়াইল প্রতিনিধি
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
নড়াইল জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নড়াইল জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারকে কাগজপত্র হস্তান্ত্রর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহান ভূঁইয়াসহ আরো অনেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা