নাঙ্গলকোটে চাহিদা ২৫ হাজার পশু, প্রস্তুত ৪০ হাজার
- সাইফুল ইসলাম নাঙ্গলকোট (কুমিল্লা)
- ১২ জুন ২০২৪, ০০:০৫
কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ছোট-বড় খামরিরা তাদের লালনকৃত বিভিন্ন প্রজাতির গরু বিক্রির শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন। খামারির পাশাপাশি অনেক কৃষকও বিক্রির জন্য গরু প্রস্তুত রাখছেন। গতকাল মঙ্গলবার থেকে উপজেলার বাজারগুলোতে পুরোদমে গরু বিক্রি শুরু হয়েছে। স্থানীয়ভাবে খবর নিয়ে জানা যায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৪০ হাজার কোরবানিযোগ্য বিভিন্ন জাতের গরু রয়েছে।
উপজেলার সবচেয়ে বড় গরুর খামার রয়েছে বক্সগঞ্জ ইউনিয়নের গণ্ডাপুরের পাটোয়ারী অ্যাগ্রো নামে। খামারটিতে শাহীওয়াল, পিজিআন, দেশাল, বলদ জাতের বিক্রয় উপযোগী ৫০টি গরু রয়েছে। এখানে সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। এ খামারের সাদা পিজিআন জাতের মন্টি নামের গরুটির দাম হাঁকা হয়েছে পাঁচ লাখ টাকা।
পাটোয়ারী এগ্রো খামারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, ২০২১ সালে শখের বসে খামারটি চালু করি। সম্পূর্ণ প্রকৃতিক খাবার নেপিয়ার গাস, ভুট্টা এবং ভুট্টার গাছ থেকে মেশিনের মাধ্যমে সাইলেস খাবার তৈরি, শুকনা খড়, বাজারের বিভিন্ন কোম্পানির দানাদার খবারের মাধ্যমে গরু মোটতাজাকরণ করা হয়।
সাতবাড়িয়া ইউনিয়নের তপোবনের আরেকটি বড় খামার হচ্ছে, সাতবাড়িয়া এগ্রো ফার্ম। এ খামারটিতেও বিক্রয় উপযোগী ৭০টি গরু রয়েছে। খামারের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম পিয়াস জানান, গত ৮ বছর থেকে খামারটি চালু রয়েছে। খামারটিতে সর্বনিম্ন ৯০ হাজার টাকা থেকে ৫-৬ লাখ টাকা দামের গরু রয়েছে। এ বছর গরু বিক্রি করে খরচ বাদ দিয়ে প্রায় ২০ লাখ টাকা আয় হবে বলে জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশরাফুজ্জামান বলেন, নাঙ্গলকোটে দুই হাজার ছোট-বড় খামার এবং কৃষক পর্যায়ে কোরবানি ঈদে বিক্রয় উপযোগী প্রায় ২৫ হাজার বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। উপজেলার গরু দিয়েই নাঙ্গলকোটবাসী কোরবানির ঈদ করতে পারবে। খাদ্যের ব্যাপক দাম হওয়ায় খামারিরা সম্পূর্ণ প্রকৃতিক উপায়ে ভুসি, খৈল, ভুট্টা দিয়ে খাবার তৈরি করে গরু মোটাতাজাকরণ করেন। এখানে গরু মোটাতাজাকরণে কোন স্টরয়েড ট্যাবলেট ব্যবহার করা হয় না। আমরা খামারি এবং কৃষক পর্যায়ে সব ধরনের সহযোগিতা করে আসছি। আশা করি খামারিরা গরু বিক্রি করে লাভবান হবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা