১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানিকগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ঈদসামগ্রী ও চেক বিতরণ

ঈদসামগ্রী বিতরণ করছেন জেলা প্রশাসক রেহেনা আকতার : নয়া দিগন্ত -

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরিব-দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহারসামগ্রী এবং গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে চেক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেটের সভাপতিত্বে ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সঞ্চালনায় ঈদসামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল বাশার, সদস্য রাজ্জাক হোসাইন প্রমুখ। এ সময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা আক্তার, হায়দার আলী তারেকসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
জেলার ১৭০০ দুস্থ ও গরিব মানুষের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, একটি শাড়ি অথবা লুঙ্গি প্রদান করা হয়। এ সময় জেলার দরিদ্র ও মেধাবী ৭৬ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে পাঁচ হাজার টাকার ও ৪৩ জনের প্রত্যেককে সাত হাজার টাকার চেক প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement