১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

স্থগিত হওয়া চতুর্থ ধাপে বিজয়ী হলেন যারা

-


ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ষষ্ঠ উপজেলা পরিষদের অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের আংশিক তালিকা দেয়া হলো।
কাঁঠালিয়ার চেয়ারম্যান এমাদুল হক মনির
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমাদুল হক মনির (দোয়াতকলম) ২০,৩৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী গোলাম কিবরিয়া পেয়েছেন ১২,৬৮১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জলিল মিয়াজী বিজয়ী হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার বিন্দু নির্বাচিত হয়েছেন।
বামনায় মিজানুর রহমান মিজান জয়ী
বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ মিজানুর রহমান মিজান (আনারস) ১৭,৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু পেয়েছেন ১০,৯০৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জাকারিয়া হোসেন মহারাজ বিজয়ী হয়েছেন। অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার নাজু নির্বাচিত হয়েছেন।

লালমোহনে আকতারুজ্জামান টিটব চেয়ারম্যান নির্বাচিত
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহন উপজেলায় আকতারুজ্জামান টিটব (দোয়াতকলম) ২৫,৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার হোসেন হাওলাদার পেয়েছেন ২৪,৫৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জাকির হোসেন পঞ্চায়েত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম নির্বাচিত হয়েছেন।
মঠবাড়িয়ার চেয়ারম্যান বায়জিদ আহমেদ খান
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় উপজেলায় ছাত্রলীগের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ খান (দোয়াত কলম) ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ৫০৩২৯ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন নেছা নির্বাচিত হয়েছেন।
গৌরনদীর চেয়ারম্যান মনির হোসেন মিয়া
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদীতে চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪০,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার সদ্য পদত্যাগী মেয়র মো: হারিছুর রহমান পেয়েছেন ৩৬,৯২৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: ফরাহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট সাহিদা আক্তার নির্বাচিত হয়েছেন।

আগৈলঝাড়ায় যতীন্দ্র নাথ মিস্ত্রি চেয়ারম্যান নির্বাচিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় ২৬,৭৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রি। তার নিকটতম প্রার্থী রইচ সেরনিয়াবাত পেয়েছেন ২৫,৮৬৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সঞ্জয় বাড়ৈ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
পাথরঘাটায় চেয়ারম্যান হলেন এনামুল হোসাইন
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এনামুল হোসাইন (দোয়াতকলম) ২৪ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছে প্রার্থী নুর আফরোজ পেয়েছেন ২২ হাজার ২২৯ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ নাজেস আফরোজ। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন্নাহার পাপড়ি মল্লিক।
শরণখোলায় উপজেলা চেয়ারম্যান শান্ত
পুনরায় নির্বাচিত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত (আনারস) ৩০,১৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন দোয়াত পেয়েছেন ১৮,৮১৫ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসি পুনরায় নির্বাচিত হয়েছেন।
মংলায় আবু তাহের হাওলাদার পুনর্নির্বাচিত
মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, মংলায় আবু তাহের হাওলাদার (চিংড়ি) ২৭,৯০২ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কামরুন নাহার হাই।

 


আরো সংবাদ



premium cement