১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় বেড়েই চলেছে গরু চুরি কৃষকরা দিশেহারা

-

যশোরের চৌগাছায় বেড়েই চলেছে গরুচুরি। হালের গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় প্রতি রাতেই গরু চুরির ঘটনা ঘটছে।
গত শনিবার ভোরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আনিছুর রহমানের তিনটি গাভী চুরি হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য চার থেকে সাড়ে চার লাখ টাকা। গাভীগুলির মালিক আনিছুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, গাভী পালন ও দুধ বিক্রি করেই চলে তার সংসার। তিনি আরো বলেন, তার ছাগল দু’টিও নেয়ার জন্য রশি খুলেছিলো, তবে নিতে পারেনি।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামে গরু ছাগল চুরি বেড়ে গেছে। গরু চুরি করে গ্রামের শেষ ও পাশের গ্রাম খড়িঞ্চা বাওড়ের ধার দিয়ে পাকা রাস্তা দিয়ে গাড়িতে করে নিয়ে পালাচ্ছে বলে কেউ বুঝতেও পারছে না।
এ দিকে ২০ মে নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মহিদুল ইসলামে তিনটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ৮ মে রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার বিপুল হোসেনের চারটি গরু চুরি করে চোরেরা। বিপুল জানান, একটি গাভী, একটি বাছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু নিয়ে যায় চোরেরা। আমি ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
বিগত ১৪ জানুয়ারি রাতে শহরের তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন জানান, একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি।

 

 


আরো সংবাদ



premium cement