চট্টগ্রামে খাল থেকে শিশুর লাশ উদ্ধার
- চট্টগ্রাম ব্যুরো
- ১০ জুন ২০২৪, ০০:১১
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আবিদারপাড়া খাল থেকে জসিম উদ্দিন নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার হয়। তবে হত্যাকাণ্ড না পানিতে ডুবে এ শিশুর মৃত্যু হয়েছে, পুলিশ নিশ্চিত হতে পারেনি।
মারা যাওয়া জসিম উদ্দিন ডবলমুরিং থানা এলাকায় মা-বাবার সাথে বসাবাস করত। বাবা রিকশাচালক। মা বাকপ্রতিবন্ধী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, খালে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা