১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাদুল্লাপুরে ২৯৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

-

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলো- লালমনিরহাট সদর উপজেলার আফতাব নগর এলাকার গোলাম রব্বানী (২১) এবং একই এলাকার খোরশেদ (২৯)।
গাইবান্ধার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল শনিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কাদেরের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।


আরো সংবাদ



premium cement