১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

-

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, সাবেক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান ও সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, স্কাউট, রোবারদের ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement