১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

-

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদরাসা ও একটি কলেজে ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদরাসার ক্লাস রুমের ঘরটি ভেঙে যাওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে। ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জানান, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা।
সদর ইউনিয়নের সপ্তগ্রাম সম্মিলিত ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে মাদরাসার ঘরের চালের ওপর গাছ পড়ে মাদরাসার ঘরসহ আসবারপত্র ভেঙে যাওয়ায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সদর ইউনিয়নের নাঙ্গলী নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন জানান, টিন সেট আদা পাকা ভবনটি ঘূর্ণিঝড়ে বিধস্ত হয়েছে। কম্পিউটার, আসবারপত্রসহ অন্যান্য মালামাল বিনষ্ট হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাউখালী সদর ইউনিয়নের আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লা জানান, টিনশেড ঘরের ওয়াল ভেঙ্গে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, উপজেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement

সকল