নীলফামারীতে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
- নীলফামারী প্রতিনিধি
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিসিক জেলা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হকের সভাপতিত্বে এ সমাপনীতে বক্তব্য দেন সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান ও কাজী আমানুজ্জামান।
উপ-ব্যবস্থাপক নুরেল হক জানান, ২০২৩-২০২৪ অর্থবছরের চতুর্থ ব্যাচে ২৫ জন অংশ নেন প্রশিক্ষণে। এ নিয়ে ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন। শেষ ব্যাচে বিদেশ ফেরত ২৫ জন অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা