চতুর্থ ধাপে বিজয়ী হলেন যারা
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিতদের আংশিক তালিকা দেয়া হলো।
সুনামগঞ্জ সদরে-চপল, শান্তিগঞ্জে-অভি ও মধ্যনগরে আব্দুর রাজ্জাক জয়ী
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলা নির্বাচনের শেষ ধাপে বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জ জেলার তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল (মোটরসাইকেল) ৩৬,১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫,২৫৪ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাফিজ ফেরদাউস রহমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা কেয়া।
শান্তিগঞ্জ উপজেলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি (আনারস) ৪১,৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম পেয়েছেন ১৯,৩৮৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন জাকির আর মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকা মহির।
নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাচনে আব্দুর রাজ্জাক ভুঁইয়া (মোটরসাইকেল) ১২,৮৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান পেয়েছেন ৯,৯১৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হানুফা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় নতুনদের জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নতুন মুখ। সদর উপজেলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন (আনারস) ৯২,৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ১৮,৪১৪ ভোট। বিজয়নগর উপজেলায় জাবেদ আহমেদ (আনারস) ৪৫,১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী (ঘোড়া) পেয়েছেন ৩৮,৯৮৫ ভোট ও নবীনগর উপজেলায় ফারুক আহম্মেদ (আনারস) ৫৮,৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস পেয়েছেন ২৫,৬৮১ ভোট।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নবীনগর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা মেহেদী হাসান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার শিউলি নির্বাচিত হয়েছেন।
ভালুকার চেয়ারম্যান রফিকুল ইসলাম
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলায় চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (আনারস) ৪৮,২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম মোস্তফা (দোয়াত কলম) পেয়েছেন ৩৪,৮৬০ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে এজাদুল হক পারুল বিজয়ী হয়েছেন। আর নারী ভাইস-চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি বিজয়ী হয়েছেন।
চৌদ্দগ্রামের সবাই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অনুসারী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে বেসরকারিভাবে ১,২৫,৩৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক (দোয়াত কলম) পেয়েছেন ৫,৪৬৮ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসহাক খান। মহিলা ভাইস-চেয়ারম্যান হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজেরা আক্তার ববি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়ী তিনজনই উপজেলা আওয়ামী লীগ এবং বর্তমান এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির পছন্দের প্যানেলের প্রার্থী। আর পরাজিত তিনজনই সাবেক মেয়র মিজানুর রহমানের পছন্দের প্যানেলের প্রার্থী। এ নির্বাচনে মোট ভোটার ৩,৯৩,৮০৫ জন।
কলাপাড়ায় আবদুল মোতালেব তালুকদার চেয়ারম্যান
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার (ঘোড়া) ৩২,২৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল (আনারস) পেয়েছেন ২১,১৬১ ভোট। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইউসুফ আলী ভাইস-চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
চুনারুঘাটে বিএনপির সাবেক নেতা জয়ী
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীসহ দুই আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকে হারিয়ে বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ৫২,৮২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পেয়েছেন ৩৫,৫৬২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চা কন্যা খ্যাত খাইরুন আক্তার বিজয়ী হয়েছেন।
রাঙ্গাবালীতে চেয়ারম্যান হলেন মামুন খান
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, রাঙ্গাবালীতে উপজেলা চেয়ারম্যন পদে সাইদুজ্জামান মামুন খান (ঘোড়া) ২৬,২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাশেদ সরদার পেয়েছেন ২১,০৫১ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ। মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌসী পারভীন।
সরিষাবাড়ীতে রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রফিকুল ইসলাম রফিক চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪২,১৬৪ ভোট। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তালেব উদ্দিন পেয়েছেন ১৮,৬১৮ ভোট।
তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু
তালতলী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বানে আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টু ২০,৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রার্থী রেজবী উল কবির পেয়েছেন ১৮,৪১৩ ভোট।
হোমনায় এমপির স্ত্রী চেয়ারম্যান
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সদস্য রেহানা বেগম। তিনি কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনের সংসদ সদস্য আবদুল মজিদের স্ত্রী।
নাঙ্গলকোটে নাজমুল হাসান ভূঁঁইয়া বাছির নির্বাচিত
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁঁইয়া বাছির (দোয়াত কলম) ৪৭,০৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম ছুপু পেয়েছেন ৩৭,১১২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহরিন আক্তার নির্বাচিত হয়েছেন।
ছাগলনাইয়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মিজানুর রহমান মজুমদার
ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর ছাগলনাইয়ায় ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার (কাপ-পিরিচ) ৫৪,৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এএসএম শহীদ উল্যাহ পেয়েছেন ১,৩৪৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিবি জুলেখা শিল্পী বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার দ্বিতীয়বারের মেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন।
তালতলীর চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু
তালতলী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ নেতা মো: মনিরুজ্জামান মিন্টু (আনারস) ২০,৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবি উল কবির জোমাদ্দার (ঘোড়া) পেয়েছেন ১৮,৪০৩ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইমতিয়াজ ইমন নয়ন ব্যাপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের কামরুন নাহার সাথী জয়ী হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা