সবুজ পৃথিবী গড়ার আহ্বানে বরিশালে সাইকেল র্যালি
- বরিশাল ব্যুরো
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহ্বানে সাইকেল র্যালি করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। গতকাল বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এ র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয়। এ সময় পরিবেশকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (বেডস) ইকোমেন প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি হয়েছে।
বরিশাল স্টান্ট ওয়ারিয়র্স (বিএসডব্লিউ) সাইকেল টিমের দলনেতা নাইম হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন- ইয়ুথনেটের প্রোগ্রাম ও পার্টনারশিপ কো-অর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেনের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা, জেলা সমন্বয়কারী আশিকুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা