১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে প্রস্তুত সালাম চেয়ারম্যানের ২৫ ষাঁড়

-

কিশোরগঞ্জের হোসেনপুরে এবারো কোরবানির হাট বাজিমাত করতে প্রস্তুত উপজেলার জিনারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আদর্শ খামারি আব্দুস সালামের দেশীয় ও বিভিন্ন জাতের ২৫ ষাঁড়। এসব পশু লালন পালনে শুধুমাত্র খড়, ভুসি, লালি, সবুজ ঘাস খাওয়ানো হয়েছে বলে দাবি খামারির। রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও মেধা ও শ্রম কাজে লাগিয়ে সফল ও আদর্শ খামারির স্বীকৃতি পেয়েছেন। তাই এটিকে পেশা হিসেবে নিয়েছেন তিনি।
সরেজমিন তথ্য সংগ্রহকালে খামারি সালাম জানান, ২০২১ সালে ৪টি গরু মোটাতাজাকরণের মাধ্যমে বাড়ির পাশে গড়ে তোলেন ‘হাফসা ক্যাটল ফার্ম’। পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে গত তিন বছরে তার খামারে ৬টি শাহীওয়াল, ৫টি সিনদি ও ১২টি দেশীয় ষাঁড়সহ মোট ২৫টি পশুর খামার প্রতিষ্ঠা করেন। এ ছাড়া গরুর জন্য নিজের জমিতে চাষ করছেন নেপিয়ার ঘাস। এবারের কোরবানির হাটে প্রতিটি পশুই গড়ে লাখ টাকার বেশি বিক্রির টার্গেট নিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, তিনি জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি হওয়ার পরও গরুর খামারে অধিক সময় ব্যয় করেন। তার এমন সফলতা দেখে এলাকার অনেকেই অন্য পেশা ছেড়ে গরু মোটাতাজাকরণ কাজে সম্পৃক্ত হচ্ছেন।
খামারি সালাম আরো জানান, নিজের শ্রমের পাশাপাশি মাসিক বেতনে আরো দু’জন কর্মচারীও নিয়োগ করেছেন। তবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে খামারটি আরো বড় পরিসরে গড়ে তুলে স্থানীয়ভাবে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চান তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল হোসাইন জানান, গরু মোটাতাজাকরণে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শুধু একজন সফল খামারিই নয়, তিনি সফল উদ্যোক্তাও বটে। তাই উপজেলা প্রাণিসম্পদ অফিস সবসময় তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। আশা করা যায় কোরবানির হাটে তিনি উপযুক্ত মূল্যে গরুগুলো বিক্রি করে আর্থিকভাবেও আরো বেশি লাভবান হবেন।


আরো সংবাদ



premium cement