১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুন্সীগঞ্জে অর্ধেক দামে বিক্রি হচ্ছে সবজি

বৃষ্টিতে প্লাবিত সবজিক্ষেত : নয়া দিগন্ত -

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে মুন্সীগঞ্জের বিস্তীর্ণ জমি প্লাবিত হয়ে কৃষকের সবজিক্ষেত তলিয়ে গেছে। সবজির জমিতে এখনো পানি থই থই করছে। ওই সব জমির অপরিপক্ব সবজি তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছেন কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী, মহাকালী ও রামপাল ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি এখনো পানিতে তলিয়ে রয়েছে। এই তিন ইউনিয়নে করলা, চিচিঙ্গা, ধুন্দল, লাউ, শসা, কুমড়া, ঝিঙা ও বেগুনসহ অন্যান্য সবজি চাষ হয়েছে। আলু উত্তোলনের পর একই জমিতে কৃষকরা এ ধরনের সবজির চাষ করে থাকেন। এই সবজি গাছগুলো তৈরি মাচার মধ্যে লতাপাতায় ভরে তার মধ্যে ফসল উৎপাদন হয়। তাই স্থানীয় ভাষায় এই চাষাবাদকে লতা চাষও বলা হয়ে থাকে।
কৃষকদের রোপণ করা সবজি চারা গাছগুলো সবেমাত্র বড় হয়েছে। এর মধ্যে বৃষ্টিতে তলিয়ে গেছে বেশির ভাগ জমি। মুন্সীগঞ্জ ও তার আশপাশের এলাকায় ব্যাপক সবজির সমরোহ ঘটায় দাম কমে অর্ধেকে নেমে এসেছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী বটতলা ও বজ্রযোগিনী বাজার সবজির আড়তে গিয়ে দেখা যায়, ১৫ টাকা কেজি দরে করলা, জালি কুমড়া ও লাউ ১০-১২ টাকা এবং চিচিঙ্গা, বেগুন ও ধুন্দুল ৮-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা ঘূর্ণিঝড়ের আগে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছিল। সদর উপজেলার কৃষক আতাউর রহমান মোল্লা, ও বজ্রযোগিনী পুকুরপাড়া এলাকার ব্যবসায়ী ইব্রাহিমের সাথে কথা বলে সবজির দাম জানা গেছে।
কৃষক সাইফুল ইসলাম পান্না বলেন, ৮০ শতাংশ জমিতে সবজি চাষে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। জমি থেকে তুলে মাত্র ১০০ কেজি সবজি ১৫০০ টাকা বিক্রি করছি। এখন সব পানির নিচে, নিঃস্ব হয়ে গেছি। সরস্বতী এলাকায় আব্দুল কাদির দেওয়ান বলেন, ৭৫ শতাংশ জমিতে এক লাখ ১০ হাজার টাকা খরচ করে জালি, লাউ, করলা ও বেগুন আবাদ করছিলাম। এখন তা সব পানির নিচে। মাত্র সাড়ে তিন হাজার টাকা বিক্রি করেছি। এ বছর খরায় মেশিন দিয়ে পানি সেচে খুব কষ্ট করে ফসল ফলাইলাম। কিন্তু এমন সময় বৃষ্টি হইল সব পানির নিয়ে গেল। এখন আমাদের আর বাঁচার উপায় নেই।
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর সদর উপজেলায় ৭৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে রেমালের প্রভাবে ১২০ হেক্টর জমতে পানি জমেছে। জমি থেকে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। উপজেলার বজ্রযোগিনী মহাকালি ও রামপাল ইউনিয়নে বেশি সবজি চাষ হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল