ঘিওরে তিরোধান উৎসব শুরু
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জুন ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের ঘিওরে শত বছরের ঐতিহ্যবাহী আট দিনব্যাপী তিরোধান উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলার গোলাপনগর গ্রামের নিমতলা লোকনাথ মন্দির প্রাঙ্গণে এ উৎসবে সব জীবের শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান উৎসব শুরুর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, ধর্মীয় সঙ্গীত, খাবার বিতরণসহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে। এতে দেশের কয়েক জেলার শিল্পীরা অংশ নেন।
আয়োজক কমিটির সভাপতি নিরঞ্জন কুমার সাহার সভাপতিত্বে উৎসব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, অধ্যাপক অজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাম চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, আয়োজক কমিটির সম্পাদক গোপাল চন্দ্র শীল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা