মুক্তাগাছায় ২০ মেগাওয়াট সোলার পার্ক নির্মাণকাজ উদ্বোধন
- ০২ জুন ২০২৪, ০১:১৪
ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমুরিয়া গ্রামে ৭০ একর জমির ওপর এ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বহুল প্রতীক্ষিত এ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি জননত্রেী শেখ হাসিনার উপহার। আগামী বছরের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এখানে উৎপাদিত বিদ্যুৎ। তখন থেকে মুক্তাগাছায় বিদ্যুৎ সমস্যা আর থাকবে না। জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছা উপজেলার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মহিলা ভাইস চেয়রম্যান নাজমুন্নাহার দিলু, বিদ্যুৎকেন্দ্র নির্মাণপ্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির প্রমুখ। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা