ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্রের আকুতি
- মুহিব্বুল্লাহ বচ্চন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
- ০২ জুন ২০২৪, ০১:১২
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক যুবক ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বেঁচে থাকার আকুতি জানিয়ে জারিফ নিলয় নামে আইডি থেকে গত বৃহস্পতিবার ( ৩০ মে ) এ পোস্টটি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জারিফ নিলয় নামে ওই আইডির মালিক মাসুদ রানা (২৩) পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। গত বছরের জুন মাসে গলায় টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ে তার। বন্ধুবান্ধব, স্বজন ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় তখন চিকিৎসা শুরু হলেও অর্থাভাবে মাঝ পথে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। বর্তমানে তার অবস্থা অনেকটাই খারাপ। তীব্র ব্যথা ও যন্ত্রণায় কাতর হয়ে তিনি চিকিৎসায় সবার সহযোগিতা চেয়েছেন।
ফেসবুকে তার লেখাটি কিছুটা সংক্ষিপ্ত করে তুলে ধরা হলো- ‘এড়িয়ে যাবেন না আমাকে! সবাই জানেন আমার টিউমার ক্যান্সার ধরা পড়েছে। ২৩ সালের জুনে চিকিৎসা শুরু হয়। প্রায় ৬ লাখ টাকা লাগবে জেনে ভেঙে পড়েছিলাম। আমার বন্ধুরা আমার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ৬ সাইকেল কেমোথেরাপি লাগবে। তিনটা দিয়ে অনেকটা সুস্থ ছিলাম। এখন আর দিতে পারছি না। সাত মাস ধরে চিকিৎসা বন্ধ। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। বর্তমানে সরকারি ক্যান্সার হাসপাতালে ভর্তি আমি। ডাক্তার বলছেন, আগের চেয়ে হাইপাওয়ারের কেমোথেরাপি লাগবে। এতে আরো প্রায় ৫ লাখ টাকা লাগতে পারে। সবাই আমাকে আরেকটু সাহায্য করুন। আমি বেঁচে থাকতে চাই। আমার মা ছাড়া কেউ নেই। আপনারা আমার পাশে দাঁড়ান।’ যোগাযোগ : ০১৭২৭১৫৯১৪৭ (বিকাশ), ০১৪০৪৫৫৩৪৯১ (নগদ), ব্যাংক অ্যাকাউন্ট-৩৪১৭৩০১০২৩০২৩, সোনালী ব্যাংক লি. পাকুন্দিয়া শাখা কিশোরগঞ্জ। আমি অসুস্থ থাকাকালীন কথা বলতে পারি না। তখন নাইমুল ইসলামের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। নাইমুলের নাম্বার : ০১৭৮১৬৭৮৬৭১, ০১৪০৪৫৫৩৪৯১।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা