৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায়
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ০০:০০
নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদে টানা ৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমা নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুনসুর রহমানকে এই ব্যতিক্রমী বিদায় দেয়া হয়।
ইমামের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে নামাজ শেষে মসজিদের মধ্যে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলীর সভাপতিত্বে এবং মুসল্লি আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মোসলেম উদ্দিন, সাইফুল ইসলাম চান্দু, আসমত আলী, আলাউদ্দিন, ইউপি সদস্য সেলিম রেজা, আব্দুল আজিজ এবং পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে মসজিদের সভাপতি আরশেদ আলী বলেন, তিনি আমাদের দীর্ঘদিনের ইমাম ছিলেন। এই সময়ে তিনি আমাদের এলাকার সব মানুষের মাঝে মিশে ছিলেন। বিদায় বেদনার হলেও এলাকাবাসীকে তা মেনে নিতে হচ্ছে। বিদায়ী ইমাম মুনসুর রহমান হাদিস ও কুরআনের পথে চলার জন্য সকলকে আহ্বান জানিয়ে এবং তার জন্য দোয়া চেয়ে সকলের নিকট থেকে বিদায় নেন।
এ সময় উপস্থিত এলাকার হাজারো মুসল্লি জানান, ১৯৮৩ সাল থেকে ইমাম মুনসুর রহমান এই মসজিদের ইমামতি করে আসছেন। বার্ধক্যজনিত কারণে আজ বিদায় নিচ্ছেন তিনি। হুজুর অনেক ভালো মানুষ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে নানা উপহার সামগ্রীসহ নগদ টাকাও প্রদান করা হয়। পরে তাকে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে ইমামকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা