পাকুন্দিয়ায় দুই বিদ্যুৎ কর্মচারীর মারধরের শিকার এক গ্রাহক
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ৩১ মে ২০২৪, ০০:০৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তার উদ্দিন নামে এক গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীর বিরুদ্ধে। গত বুধবার লাইন মেরামত নিয়ে তর্কের জেরে পাকুন্দিয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অফিসে তালা লাগিয়ে পালিয়ে যান কর্মচারীরা। মুক্তার পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া গ্রামের মির্জালীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত রোববার মুক্তারের বাড়ির বিদ্যুতের লাইন পুড়ে গেলে ওই দিনই মুক্তার বিদ্যুৎ অফিসে যান। লাইনটি মেরামতের আশ^াস দিলে তিনি বাড়ি ফিরে যান। চারদিন অপেক্ষার পরও বিদ্যুতের লোকজন না যাওয়ায় তিনি আবার মেয়ে সুমা আক্তারকে সাথে নিয়ে বিদ্যুৎ অফিসে গেলে কর্মচারীদের সাথে তর্কের এক পর্যায়ে দুইজন কর্মচারী মুক্তারের পেটে লাথি ও কিল-ঘুষি মারে। মুক্তারকে উপরে উঠিয়ে মাটিতে আচাড় মেরে ফেলে দিলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে থাকেন।
মেয়ে সুমা আক্তার বলেন, আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জানতে পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম শহীদুল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ গ্রিডে রয়েছি। এ বিষয়ে আমি কিছু জানি না।’
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা