গাজীপুরে নিরাপত্তা চেয়ে ২ প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ০০:০৫
প্রবাসী দুই সহোদরের পরিবার জানমালের নিরাপত্তা চেয়ে গত বুধবার গাজীপুরে এক সংবাদ সম্মেলন করেছেন। ভাই-ভাবীর জিম্মিদশা থেকে স্ত্রী-সন্তানদের উদ্ধার করতে ওই দুই সহোদরের একজন স্বপন মাহমুদ দেশে এসে নিজেও এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রবাসী স্বপন মাহমুদ জানান, গাজীপুর নগরীর টঙ্গী নোয়াগাঁও এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত চার তলা বাড়িতে তাদের চার ভাইয়ের পরিবারের বসবাস। ইতোমধ্যে ছোটভাই সাইফুল স্ত্রী ও পরকীয়া প্রেমিকের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন। তিনি (স্বপন মাহমুদ) ও তার সহোদর মহিন মাহমুদ দীর্ঘ দিন ধরে প্রবাসে বসবাস করছেন। অপর সহোদর হারুন-অর-রশিদ দেশে থেকে মাদক কারবারসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। হারুন একের পর এক নানা ষড়যন্ত্র ও অত্যাচার চালিয়ে তিন ভাইয়ের পরিবারকে উচ্ছেদ করে এখন বাড়িটি দখলের পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে স্বপন মাহমুদ আরো জানান, স্ত্রী ও সন্তানদের রক্ষা করতে তিনি সম্প্রতি দেশে আসেন এবং নিরাপত্তা চেয়ে ভাই হারুন ও ভাবী লোপার নামে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হারুন গত ১৯ মে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্বপন ও প্রবাসী মহিনের কলেজপড়–য়া ছেলে তানভীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তানভীরকে রক্ষা করতে গিয়ে স্বপন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর হারুন ও তার স্ত্রী লোপা আরো বেপরোয়া হয়ে ওঠে। মামলা প্রত্যাহার না করলে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন মাহমুদের স্ত্রী নিলুফার ইয়াসমিন, সহোদর প্রবাসী মহিন মাহমুদের স্ত্রী নাজমুন নাহার ফেন্সি ও তাদের ছেলে তানভীর ফারহান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা