বরিশাল বিভাগে ২১৭ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি
- বরিশাল ব্যুরো
- ৩১ মে ২০২৪, ০০:০৫
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশাল বিভাগে সর্বোচ্চ ক্ষতি হয়েছে মৎস্যখাতে। এখন পর্যন্ত বিভাগের ছয় জেলায় ২১৭ কোটি ২৯ লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা এবং ঝালকাঠিসহ ছয় জেলায় মোট ৩৩৯টি ইউনিয়নের ৮৬ হাজার ৯৭৬টি পুকুর ও দিঘীর মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এ ছাড়া ছয় হাজার ৯০৬টি ঘের এবং ১২০টি খামারের মৎস্য সম্পদ ভেসে গেছে। মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পরিচালক বলেন, ৬ জেলায় ৭০ হাজার ৯২ মেট্রিকটন বিভিন্ন জাতের মাছ, ১৫৯ মেট্রিকটন চিংড়ি, ৬৯৬ লাখ পিস পোনা মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এসব মৎস্যখাতে ২১৭ কোটি ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির মাছে ১৫৪ কোটি ৪২ লাখ, চিংড়ি আট কোটি আট লাখ, পোনা মাছে আর্থিক ক্ষতি হয়েছে এক কোটি ৩৮ লাখ টাকা।
তিনি আরো বলেন, জলোচ্ছ্বাস এবং অতিবর্ষণে লোকালয়ে পানি ঢুকে পড়ে। তাছাড়া অনেক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় তিন থেকে চার ফুট উচ্চতায় পানিতে তলিয়ে যায় শত শত গ্রাম। এতে মাছের ঘের, পুকুর এবং খামার তলিয়ে গিয়ে মাছ ভেসে যায়।
এ ছাড়া ঝড়ে আহত হয়েছেন ৩১ জন জেলে। মোট তিন কোটি ৫১ লাখ টাকা মূল্যের জেলেদের মাছ ধরার নৌকা এবং ট্রলারসহ এক হাজার ১৯টি জলযানের ক্ষতি হয়েছে। এ ছাড়া দুই কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ৮৯৪টি মাছ ধরা জালের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মৎস্য খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ২৯ লাখ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা