বামনায় সব বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
- বামনা (বরগুনা) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ০০:০৫
বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় জেলা বরগুনার বামনা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সমগ্র উপজেলা। বিষখালী নদীর জোয়ারের তোড়ে উপজেলার সব বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপজেলার চেঁচান, পুরাতন বামনা, খোলপটুয়া, দক্ষিণ রামনা, চলাভাঙ্গা এলাকার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কোনো কোনো বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে।
রেমালের তাণ্ডবে উপজেলার পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা ও উপজেলার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি। বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বামনা উপজেলার পুরাতন বামনা, চেঁচান, দক্ষিণ গুদিঘাটা, চলাভাঙ্গা এলাকায় সরেজমিন দেখা গেছে, ওইসব এলাকার বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সব পরিবার দুই দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে। অনেক পরিবারের সদস্যরা অনাহারে দিন কাটাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা