দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৯ মে ২০২৪, ০০:০৫
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে গতকাল মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চসহ সবধরনের ছোট নৌযান এবং ওই দিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রেমালের প্রভাব কেটে যাওয়ায় নদী স্বাভাবিক হয়ে আসার পর মঙ্গলবার সকাল ৯টায় ফেরি ও সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
দৌলতদিয়া ঘাট লঞ্চ ট্রাফিক কর্মকর্তা শিমুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় লঞ্চ ছাড়া হয়েছে।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিøউটিসি ম্যানেজার সালাউদ্দিন জানান, যানবাহনের চাপ কম থাকায় শুরুতে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। যানবাহন বাড়লে পরে ফেরি আরো বাড়ানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা